বাংলা নিউজ > ছবিঘর > India-US WTO Dispute: বড় সিদ্ধান্ত ভারত-আমেরিকার, মিলল ডিম-মুরগি সংক্রান্ত ‘অন্তিম সমস্যার’ সমাধানসূত্র

India-US WTO Dispute: বড় সিদ্ধান্ত ভারত-আমেরিকার, মিলল ডিম-মুরগি সংক্রান্ত ‘অন্তিম সমস্যার’ সমাধানসূত্র

ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক রফতনি খাতে মোট ৭টি সমস্যা ছিল। এই সতটি সমস্যর মধ্যে ৬টির সমাধান সূত্র বেরিয়ে এসেছিল গত জুন মাসেই। মোদীর মার্কিন সফরকালেই সেই সমস্যাগুলির সমাধানসূত্র বের করতে সক্ষম হয়েছিল দুই দেশ। তবে একটি অন্তিম সমস্যা রয়েই গিয়েছিল। গতকাল সেই সমস্যাও মিটল।