পঞ্জাবকে হারিয়ে ISL 2023-24 পয়েন্ট টেবলে এক লাফে তিনে উঠে এল ওড়িশা, বাগান নেমে গেল চারে, বাকিদের হাল কী?
Updated: 27 Dec 2023, 08:20 AM ISTপঞ্জাবকে হারিয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ওড়িশা উঠে এল তিন নম্বরে। যার জেরে চারে নেমে গেল মোহনবাগান। মুম্বই এফসি আবার পাঁচে নামল। বাকি দলগুলোর হাল কী? কে কোন পজিশনে রয়েছে? দেখে নিন এক নজরে।
পরবর্তী ফটো গ্যালারি