বাংলা নিউজ >
ছবিঘর >
পোশাকে রং মিলান্তি করিনা-সইফের, বই লঞ্চের পর ডিনার পার্টিতে মজে সোহা-কুণালরাও
পোশাকে রং মিলান্তি করিনা-সইফের, বই লঞ্চের পর ডিনার পার্টিতে মজে সোহা-কুণালরাও
Updated: 26 Apr 2022, 05:13 PM IST
লেখক Priyanka Bose
সোহা-কুণালের প্রথম বই লঞ্চের পরই ডিনার পার্টিতে করিনা-সইফের সঙ্গে মজে দম্পতি। হাজির ছিল তাঁদের বন্ধুরাও। সইফের বাড়ি থেকে ভাইরাল ছবি-
1/5সোমবার সোহা আলি খান এবং কুণাল খেমুর জন্য একটি আনন্দের দিন ছিল। কারণ তারা 'ইন্নি এন্ড বোবো' সিরিজ থেকে তাদের প্রথম শিশুদের বই লঞ্চ করল। এ দিন রাতে করিনা কাপুর খান এবং সইফ আলি খানের সঙ্গে ডিনার পার্টিতে দেখা যান সোহা এবং কুণালকে। (ছবি ইনস্টাগ্রাম)
2/5এ দিন ডিনার পার্টির ঝলক ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরেছিলেন করিনা। ছবিতে বেবো এবং সইফকে ম্যাচিং রঙের পোশাকে দেখা গিয়েছে। সোহাকে ফ্লোরাল আউটফিটে সইফ এবং করিনার মাঝে বসে থাকতে দেখা গিয়েছে। সবুজ রঙের টি-শার্টে দেখা মেলে কুণালের।
3/5দিনের বেলা, করিনা এবং সইফ, তাঁদের পাঁচ বছরের ছেলে তৈমুর আলি খান বই পড়ার সেশনে অংশ নিয়েছিলেন। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বেবো।
4/5‘ইন্নি এন্ড বোবো’ বইটি সোহা এবং কুণালের চার বছরের মেয়ে ইনায়া নাওমি খেমু এবং তার নতুন ছোট কুকুরছানা বোবোর মধ্যে সম্পর্কের গল্প।
5/5ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সোহা লিখেছেন, ‘সহ-লেখক হিসেবে এটি আমাদের প্রথম শিশুদের বই। সমস্ত শিশু একটি আদুরে সঙ্গী চায়। এবং ইন্নির জন্য সেই সঙ্গী হবে তার নতুন ছোট কুকুরছানা, বোবো! একে অপরের মধ্যে বন্ধুত্ব খুঁজে পাবে তাঁরা। পারিবারিক আদুরে গল্প। এমন গল্প যেখানে ভালোবাসা উজাড় করে দিয়েছি আমরা। ইন্নি এন্ড বোবো বইয়ের সিরিজে এটি প্রথম!’