Kashmera Shah Birthday: ১৬ বছর বয়সে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু, 'ইয়েস বস', 'দিল জিতেগি দেশি গার্ল', 'পেয়ার তো হোনা হি থা'-এর একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন। একাধিক টেলিভিশন শো থেকে জনপ্রিয়তা কুড়িয়েছেন। সদ্য ৫০-এ পা দিলেন অভিনেত্রী কাশ্মীরা শাহ। দেখুন জন্মদিনের ছবি-
1/5হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কাশ্মীরা শাহ। সদ্য ৫০ বছরে পা দিয়েছেন তিনি। এই জন্মদিনটা বন্ধুদের সঙ্গে থাইল্যান্ডে কাটালেন কাশ্মীরা। ইয়টে আনন্দে ভরপুর মুহূর্ত থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। (ছবি ইনস্টাগ্রাম)
2/5জন্মদিনের বিশেষ দিনটি কাছে বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন কাশ্মীরা। পূজা বন্দ্যোপাধ্যায়, সারা আরফিন খান, মুনিশা খাতওয়ানি, রোহিত কে ভার্মা এবং তান্নাজ ইরানি সহ অন্যান্য বন্ধুদের সঙ্গে চুটিয়ে উপভোগ করেছেন।
3/5থাইল্যান্ড থেকে একাধিক ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন কাশ্মীরা। ছবিগুলি হু হু করে ভাইরাল রয়েছে।
4/5বন্ধুদের সঙ্গে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন কাশ্মীরা। নিয়ন বিকিনিতে নিজের টোনড ফিগার ফ্লন্ট করছেন। জন্মদিন ট্রিপের এই ছবিগুলিতে বেশ বোল্ড মেজাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।
5/5১৬ বছর বয়সে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন কাশ্মীরা। 'ইয়েস বস', 'দিল জিতেগি দেশি গার্ল', 'পেয়ার তো হোনা হি থা', 'খতরন কে খিলাড়ি ৪' সহ অন্যান্য অনেক সিনেমা এবং টেলিভিশন শো-এ কাজ করেছেন অভিনেত্রী।