বাংলা নিউজ > ছবিঘর > Anantnag Encounter: অনন্তনাগে শহিদ ছেলে, সামনে তিরঙ্গায় জড়ানো দেহ, মন শক্ত করে বিদায় জানালেন প্রাক্তন পুলিশকর্তা বাবা

Anantnag Encounter: অনন্তনাগে শহিদ ছেলে, সামনে তিরঙ্গায় জড়ানো দেহ, মন শক্ত করে বিদায় জানালেন প্রাক্তন পুলিশকর্তা বাবা

গতকালই অনন্তনাগে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট হুমায়ুন ভাট। তাঁকে শেষ বিদায় জানানো হয় গতরাতে। পুলিশ ও সেনার উচ্চপদস্থ কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন হুমায়ুনের বাবা গোলাম হাসান ভাট। তিনি নিজেও একসময় পুলিশে ছিলেন।