KBFC vs MBSG Live Streaming: প্রথম লেগে হারের বদলা নিতে বাগান, কেরালার চাই অক্সিজেন, কখন,কীভাবে ফ্রি-তে দেখবেন এই ম্যাচ?
Updated: 13 Mar 2024, 10:00 AM ISTKerala Blasters FC vs Mohun Bagan SG: রবিবার ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে মঙ্গলবার কোচি উড়ে গিয়েছে মোহনবাগান। অর্থাৎ, প্রস্তুতিরই সময় পায়নি তারা। এই পরিস্থিতিতে কেরালার মতো দলের বিরুদ্ধে খেলতে নামা যে চাপের, তা বিলক্ষণ জানেন হাবাস। তবে তিন পয়েন্ট ছাড়া তাঁর দ্বিতীয় কোনও ভাবনাও নেই।
পরবর্তী ফটো গ্যালারি