Khalistani Threat to ICC Cricket WC: ক্রিকেট বিশ্বকাপে হামলার হুমকি, কংগ্রেস শাসিত রাজ্যে সরকারি ভবনে খলিস্তানি স্লোগান
Updated: 05 Oct 2023, 12:46 PM ISTবিগত বেশ কয়েক মাস ধরেই ভারত ও কানাডা-ব্রিটেনে মাথাচাড়া দিয়ে উঠেছে খলিস্তানি কট্টরপন্থীরা। তবে কয়েকমাস আগে অমৃতপাল সিংয়ের গ্রেফতারির পর ভারতে খলিস্তানিদের গতিবিধি কমে গিয়েছিল। যদিও ক্রিকেট বিশ্বকাপের আগে ফের একবার খলিস্তানিদের হুমকি। আর সেই হুমকি বার্তা লেখা হয় সরকারি ভবনের দেওয়ালে।
পরবর্তী ফটো গ্যালারি