Howrah to Chandannagar Metro: হাওড়া থেকে ডানকুনি হয়ে চন্দননগর পর্যন্ত মেট্রো! নতুন করে স্বপ্ন দেখাচ্ছে রেল
Updated: 06 Sep 2023, 06:46 PM ISTনতুন করে স্বপ্ন দেখাতে শুরু করল মেট্রো রেল এবং রেল মন্ত্রক। কারণ একটি স্বপ্নের মেট্রোর প্রকল্প নিয়ে ফের তোড়জোড় শুরু হল। যা হাওড়া থেকে শুরু হয়ে ডানকুনি হয়ে চন্দননগর পর্যন্ত ছুটতে পারে। সেই মেট্রো যদি ছুটতে শুরু করে, আমূল পালটে যাবে পরিবহণ ব্যবস্থা।
পরবর্তী ফটো গ্যালারি