চোখ ফেরানো যাবে না। দেখে নিন কেমন হল পার্লামেন্টের নতুন ভবন
1/5আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সংসদের নতুন ভবন জাতির জন্য় উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৮ মে দিন ধার্য্য করা হয়েছে। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে। (PTI) (HT_PRINT)
2/5লোকসভা সচিবালয়ের তরফে বলা হয়েছে, সংসদের নয়া ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে। এই নতুন বিল্ডিং আত্মনির্ভর ভারতের প্রতীক। বৃহস্পতিবার লোকসভা স্পিকার ওম বিড়লা দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। পার্লামেন্টের নয়া ভবনের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত বর্তমানে যে বিল্ডিংয়ে পার্লামেন্ট চলে সেটি ১৯২৭ সালে তৈরি হয়েছিল বলে কথিত রয়েছে। (ANI Photo) (HT_PRINT)
3/5নতুন এই ভবনের গঠনরীতি অত্যন্ত নান্দনিক। গত বছর নভেম্বর মাসে এটি শেষ করার টার্গেট নেওয়া হয়েছিল। ২০২০ সালের ডিসেম্বর মাসে এই নয়া বিল্ডিংয়ের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ২০২১ সালে এই পার্লামেন্টের নির্মাণ শুরু হয়। প্রায় ৬৫,০০০ বর্গমিটার জুড়ে এই নয়া ভবন। টাটা প্রজেক্ট এই ত্রিভূজাকৃতি ভবন তৈরির দায়িত্ব পেয়েছে। (ANI Photo) (HT_PRINT)
4/5সূত্রের খবর, প্রথম দিকে বলা হয়েছিল এই ভবন তৈরির জন্য খরচ হবে ৮৬২ কোটি টাকা। পরে সেই মূল্য বেড়ে দাঁড়ায় ১২০০ কোটি টাকা। আবার সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে বিল্ডিংয়ের সৌন্দর্যায়নের জন্য় আর টাকা বরাদ্দ করা হয়। সব মিলিয়ে একেবারে অপূর্ব এই বিল্ডিং। (PTI Photo) (HT_PRINT)
5/5সব মিলিয়ে দুটি বিশাল ঘর করা হয়েছে। একটি লোকসভা ও অপরটি রাজ্যসভার জন্য। সেই সঙ্গেই রয়েছে লাইব্রেরি, সাংসদদের ঘর, মিটিংয়ের জন্য আলাদা ঘর। (ANI Photo) (HT_PRINT)