2/5রোশনির এই ভোলবদল থেকে হাঁ অনেকেই। ধারাবাহিক শেষ হতেই শাড়ি অতীত! এখন তিনি ‘বিকিনি বেব’। (ছবি-ইনস্টাগ্রাম)
3/5ছুটির মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। সুইমিং পুলে ডুব দিয়েছেন গরম তাড়াতে। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘Tropical state of mind’। ছবিগুলি সিঙ্গাপুরের এক হোটেলের সুইমিং পুলে তোলা। সেখানে চুটিয়ে এনজয় করছেন নায়িকা। (ছবি-ইনস্টাগ্রাম)
4/5এর আগেও স্নানপোশাকে ছবি দিয়েছেন রোশনি। মঙ্গলবার ‘ওয়ার্ল্ড বিকিনি ডে’ সেলিব্রেশনে একগুচ্ছ ছবি ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
5/5রোশনির এই সেক্সি অবতার দেখে ফিদা ভক্তরা। কেউ বলছেন, ‘গরম লাগছে’। তো কেউ আবার বলছেন, ‘সুপার সেক্সি’।