তিন দিন পর ১৮ জুন রয়েছে লক্ষ্মী-নারায়ণ যোগ। ১৮ জুন... more
তিন দিন পর ১৮ জুন রয়েছে লক্ষ্মী-নারায়ণ যোগ। ১৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত থাকবে এই লক্ষ্মী নারায়ণ যোগ। বৃষ রাশি থেকে সেদিন বেরিয়ে যাবে বুধ। তার আগে বৃষ রাশিতে বুধ ও শুক্রের একসঙ্গে অবস্থানের পর বিভিন্ন রাশিতে তার সুপ্রভাব পড়বে।
1/8নির্দিষ্ট সময় পর পর জ্যোতিষ শাস্ত্র মতে প্রতিটি গ্রহই একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে। যার ফল বিভিন্ন রাশিতে পড়তে থাকে। গ্রহের এই গোচরে বহু নেতিবাচক ও ইতিবাচক প্রভাবও পড়তে থাকে। সামনেই ১৮ জুন থেকে একটি রাশি পরিবর্তনের যোগ রয়েছে।
2/8তিন দিন পর ১৮ জুন রয়েছে লক্ষ্মী-নারায়ণ যোগ। ১৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত থাকবে এই লক্ষ্মী নারায়ণ যোগ। বৃষ রাশি থেকে সেদিন বেরিয়ে যাবে বুধ। তার আগে বৃষ রাশিতে বুধ ও শুক্রের একসঙ্গে অবস্থানের পর বিভিন্ন রাশিতে তার সুপ্রভাব পড়বে। (ছবিটি প্রতীকী, দীপক সান্তা/হিন্দুস্তান টাইমস)
3/8বলা হচ্ছে, বৃষ রাশিতে শুক্র আসার পরে শুক্রের জোর আরও বেড়ে যাবে। সঙ্গে থাকবে বুধ। এই দুই গ্রহের যুতিতে লক্ষ্মী নারায়ণ যোগের ফলে জাতক জাতিকাদের জীবনে আসবে লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ। বলা হয় লক্ষ্মী ও নারায়ণের কৃপা হলে বহু দরিদ্র ব্যক্তিও আর্থিকভাবে ধনবান হয়ে যান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/8এই সুসময়ে একাধিক রাশির জাতক জাতিকারা ধনবান হয়ে উঠবে। এই সময় বুধ ও শুক্রের মতো দুই গ্রহের সোজা দৃষ্টি বৃষ রাশিতে পড়বে। ফলে সহজেই এই বিশেষ সময় ভাল কাটতে চলেছে একাধিক রাশির। জেনে নেওয়া যাক লাভবান হবে কারা?
5/8বৃষ-ব্যাবসায় হবে মুনাফা। চাকরিরতরা পাবেন সুসমাচার। চাকরিতে হবে পদোন্নতি। কর্মক্ষেক্রে বাড়বে আপনার কাজের প্রশংসা। কাজ হবে আরও সুন্দর। সমস্ত ধরনের সুখ সুবিধা পেতে থাকবেন আপনারা।
6/8বৃষ রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ- ১৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত রয়েছে বৃষ রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ। এরফলে বৃষ রাশিতে জাতক জাতিকারা চরম লাভবান হবেন। এই সুসময়ে তাঁরা যেকোনও ভাল কাজ করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
7/8বৃশ্চিক-যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাঁরা পাবেন এই সময় ভাল খবর। চাকরি যাঁরা করছেন তাঁদের জন্য রয়েছে ভাল সময়। এই সময় অফিসে বসের প্রশংসা পাবেন আপনারা। চাকরি যাঁরা খুঁজছেন তাঁরা পাবেন সুখবর।
8/8বৃশ্চিক রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ-জীবন সঙ্গীর সঙ্গে প্রেম থাকবে তুঙ্গে। কাটবে ভাল সময়। ১৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সময় দারুন ভাল কাটবে। থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)