মেষ রাশির ধৈর্য বাড়বে, কথাবার্তা ভাল হবে। শিক্ষাগত ক্ষেত্রে আগের থেকে ভাল সময় আসবে পড়ুয়াদের। মায়ের থেকে ধন সম্পত্তি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। গাড়ি কেনার সুখ পেতে পারেন। পরিবারের হতে পারে কোনও ধার্মিক কাজ। বাকি ১১ রাশির রাশিফল বুধের গোচরে কী হতে চলেছে? জানুন
1/13বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শুরু হয়ে গিয়েছে একাধিক রাশির ভাল সময়। ২১ অগস্ট বুধের রাশি পরিবর্তন হয়েছে। কন্যায় বুধ প্রবেশ করতেই ১২ রাশির মধ্যে বহু রাশিতেই সুফল এসেছে। আবার কোনও রাশিতে সুফল না আসলেও মন্দ ভাগ্যের হাত থেকে মিলেছে রেহাই। দেখে নেওয়া যাক ১২ রাশির রাশিফল কী বলছে।
2/13মেষ-ধৈর্য বাড়বে, কথাবার্তা ভাল হবে। শিক্ষাগত ক্ষেত্রে আগের থেকে ভাল সময় আসবে পড়ুয়াদের। মায়ের থেকে ধন সম্পত্তি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। গাড়ি কেনার সুখ পেতে পারেন। পরিবারের হতে পারে কোনও ধার্মিক কাজ।
3/13বৃষ- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন আপনারা। চাকরির ক্ষেত্রে আসবে উন্নতি। প্রশাসনিক কোনও কাজে উর্ধ্বতন কারোর সাহায্য পাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। কোনও কাজ অনেক দিন ধরে আটকে থাকলে তা সম্পন্ন হবে।
4/13মিথুন-আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন আপনারা। নেতিবাচক কোনও প্রভাব পড়বে না। সন্তানের স্বাস্থ্যও থাকবে ভাল। খরচা বেড়ে যাবে। পরিবারের সহযোগিতা প্রতিক্ষেত্রে পাবেন। চাকরিতে উন্নতি কেউ রুখতে পারবে না।
5/13কর্কট-মন ভাল থাকবে। তবে সংযত থাকতে হবে। কোনও ধরনের রাগ অভিমান থেকে দূরে থাকুন। পরিবারের সঙ্গ পাবেন। চাকরিতে রয়েছে উন্নতি। আয়ে অনেক বৃদ্ধি পাবে। (ছবিটি প্রতীকী, দীপক সান্তা/হিন্দুস্তান টাইমস)
7/13কন্যা-মানসিক শান্তি আসবে। আত্ম সংযত হতে হবে। মনে আসবে নেতিবাচক ভাবনা। কোনও বন্ধুর সহযোগিতায় ব্যবসায় আসবে উন্নতি। লাভ আসবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। (ছবিটি প্রতীকী)
8/13তুলা-আত্মবিশ্বাস বাড়তে থাকবে। ব্যবসায় হবে উন্নতি। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। চিকিৎসায় বাড়বে খরচ। কোনও ধার্মিক স্থানে যেতে পারেন। পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি। (ছবিটি প্রতীকী)
9/13বৃশ্চিক- মন অশান্ত থাকবে। বৃথা ক্রোধ বিবাদের মধ্যে পতে পারেন। ব্যবসায় পরিবর্তন হতে পারে। কোনও বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আয়ে বৃদ্ধি হবে স্বাস্থ্য ভাল থাকবে। (ছবিটি প্রতীকী)
10/13ধনু-মন অশান্ত থাকবে। আত্মবিশ্বাস ভরে থাকবে। অফিসারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। স্থান পরিবর্তন হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
11/13মকর-কথা বার্তায় সংযত থাকুন। মন প্রসন্ন থাকবে। ব্যবসায় উন্নতি হবে। লাভের সুযোগ পাবেন। শিক্ষা ক্ষেত্রে উন্নতি আসন্ন। আয় বাড়বে। বুদ্ধিদীপ্ত কাজে সময় অতিবাহিত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)