বাংলা নিউজ > ছবিঘর > Mini Vande Bharat Express: শীঘ্রই চালু হবে 'মিনি বন্দে ভারত', তারপর কোন কোন রুটে ছুটবে 'লম্বা বন্দে ভারত'?

Mini Vande Bharat Express: শীঘ্রই চালু হবে 'মিনি বন্দে ভারত', তারপর কোন কোন রুটে ছুটবে 'লম্বা বন্দে ভারত'?

গতকাল একই দিনে ২টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে দেশে মোট ১৩টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে গিয়েছে। এর মধ্যে পশ্চিম এবং দক্ষিণ বন্দে ভারতের সংখ্যা বেশি। আপাতত পূর্বে মাত্র একটি বন্দে ভারত চলছে। এরই মধ্যে রিপোর্টে দাবি করা হল, মিনি বন্দে ভারত চালু হবে দেশে।