Starc's performance in IPL 2024: ৪৮ বলেই সেঞ্চুরি ২৪.৫ কোটি টাকার স্টার্কের! 'অজি জার্সি পরলে ৩ উইকেট নিতেন'
Updated: 29 Mar 2024, 09:59 PM ISTঅনেক আশা ছিল। অনেক ভরসা ছিল। প্রচুর টাকাও খরচ করা হয়েছিল। কিন্তু প্রথম দুটি ম্যাচে সেই ভরসার দাম দিতে পারলেন না মিচেল স্টার্ক। বরং প্রথম দুটি ম্যাচে মাত্র আট ওভারে ১০০ রান খরচ করলেন। যা দেখে আঁতকে উঠতে পারেন কেকেআর ফ্যানরা।
পরবর্তী ফটো গ্যালারি