1/6রকেট তুমি কার? চিনের নাকি ইলন মাস্কের? হ্যাঁ, শুক্রবারই চাঁদের মাটিতে আছড়ে পড়বে এক 'অচেনা' রকেটের অবশেষ। কিন্তু সেই রকেট কার তা বলছে না কেউ-ই। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা ( Soumick Majumdar/HT Bangla)
2/6৪ মার্চ চাঁদের ভেঙে পড়ছে এই রকেট। বেশিরভাগ দেশের মহাকাশ গবেষণা সংস্থার দাবি, এটি চিনের চন্দ্রাভিযান কর্মসূচীরই রকেটের অংশ। কিন্তু সেই দাবি অস্বীকার করছে বেজিং। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা ( Soumick Majumdar/HT Bangla)
3/6জ্যোতির্বিজ্ঞানীরা প্রাথমিকভাবে ভেবেছিলেন, পথভ্রষ্ট রকেটটি স্পেসএক্স-এর এক রকেটের অংশ। সাত বছর আগের এক মিশনের সময়কার বলে মনে করা হচ্ছিল। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা ( Soumick Majumdar/HT Bangla)
4/6কিন্তু এটি এখন চিনের বলে মনে করা হচ্ছে। সেদেশের চন্দ্র অন্বেষণ কর্মসূচির অংশ হিসেবে ২০১৪ সাল পাঠানো Chang'e 5-T1-র বুস্টার বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা ( Soumick Majumdar/HT Bangla)
5/6কিন্তু চিনের বিদেশ মন্ত্রক সোমবার এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের পাল্টা দাবি, সেই অভিযানের বুস্টার 'নিরাপদেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল এবং সম্পূর্ণরূপে পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছিল।' ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা ( Soumick Majumdar/HT Bangla)
6/6বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, 'বেজিং মহাকাশ কার্যক্রমের দীর্ঘমেয়াদি সাসটেনেবিলিটির বিষয়ে সচেতন।' ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা ( Soumick Majumdar/HT Bangla)