Nagerbazar BMW Murder Details: 'গাড়িটা দেবেন? বন্ধুদের নিয়ে দিঘা যাব', BMW না পেয়ে কীভাবে বৃদ্ধকে খুন করে চালক
Updated: 24 Sep 2023, 11:16 AM ISTবিএমডাব্লু ৬ সিরিজের গাড়ির মালিক ছিলেন ৭২ বছর বয়সি ব্যবসায়ী কল্যাণ ভট্টাচার্য। তাঁকে খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে তাঁর গাড়ির চালক সৌরভ মণ্ডল। এই ঘটনায় সৌরভকে জেরা করছে পুলিশ। জানা গিয়েছে, বন্ধুদের নিয়ে কল্যাণবাবুর বিএমডাব্লু করে দিঘা যেতে চেয়েছিল সৌরভ। আর তাতে রাজি না হওয়াতেই খুন হতে হয় বৃদ্ধকে।
পরবর্তী ফটো গ্যালারি