Work From Home soon be Legal: ওয়ার্ক ফ্রম হোম খুব শিগগির 'আইনত অধিকার' হতে চলেছে এই দেশটিতে
Updated: 12 Jul 2022, 01:24 PM ISTবর্তমানে নেদারল্যান্ডসে কোনও কর্মী যদি ওয়ার্ক ফ্রম... more
বর্তমানে নেদারল্যান্ডসে কোনও কর্মী যদি ওয়ার্ক ফ্রম হোম-এর আওতায় কাজ করতে চান, তাহলে তিনি সেই সুযোগ পেতেও পারেন বা না পেতেও পারেন। তবে এই নিয়ে আইনত দাবি করতে পারবেন না। তবে নয়া বিল পাশ হলে তা আইনত অধিকার হবে। ফলে যদি কেউ ওয়ার্ক ফ্রম হোম করতে চান তাহলে বিল পাশের পর তাঁকে সেই অধিকার দিতে হবে।
পরবর্তী ফটো গ্যালারি