Go First বেরিয়ে যেতেই বেতাজ বাদশা Indigo! মে মাসে রেকর্ড বাজার দখল
Updated: 17 Jun 2023, 08:41 PM ISTগত ১৬ বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনও এয়ারলাইন এত বেশি বাজার দখল করেছে। অন্যদিকে ইন্ডিগো এই নিয়ে দ্বিতীয়বার ৬০%-এর সীমা অতিক্রম করেছে। এর আগে ২০২০ সালের জুলাই মাসে বাজার শেয়ার ৬০.৪%-এ পৌঁছে গিয়েছিল।
পরবর্তী ফটো গ্যালারি