PM Kisan Samman Nidhi: পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা পাননি? আটকে থাকা প্রাপ্য অর্থ পেতে এই কাজটি করুন
Updated: 21 Nov 2023, 10:56 AM ISTপিএম কিষাণ সম্মান নিধি ঘিরে মোদী সরকার বেশ কিছু বিধি ঘিরে কড়া পদক্ষেপ করেছে। যাতে ভুয়ো তথ্য দেখিয়ে কেউ পিএম কিষাণ সম্মান নিধি না নিয়ে যেতে পারেন, তার জন্য রয়েছে পদক্ষেপ।
মোদী সরকারের কড়া পদক্ষেপ- পিএম কিষাণ সম্মান নিধি ঘিরে মোদী সরকার বেশ কিছু বিধি ঘিরে কড়া পদক্ষেপ করেছে। যাতে ভুয়ো তথ্য দেখিয়ে কেউ পিএম কিষাণ সম্মান নিধি না নিয়ে যেতে পারেন, তার জন্য রয়েছে পদক্ষেপ। বিদির কড়াকড়ির জেরে আগের বারের থেকে কমে গিয়েছে প্রাপকের সংখ্যা। আগে যা ১২ কোটি প্রাপকের অঙ্ক ছিল, তা বর্তমানে ৮ কোটিতে দাঁড়িয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)