Possibility of Rail Workers' Strike: বকেয়া ডিএ, অষ্টম বেতন কমিশনের পর দাবি OPS-এর, ধর্মঘটের পথে হাঁটতে পারেন রেলকর্মীরা
Updated: 24 Nov 2023, 08:26 AM ISTপুরনো পেনশন স্কিমের দাবিতে এবার ধর্মঘটের পথে হাঁটতে পারেন রেলকর্মীরা। এমনই ইঙ্গিত মিলছে রিপোর্টে। সম্প্রতি পুরনো পেনশন স্কিমের দাবিতে আন্দোলনের গতিপথ নির্ধারণ করতে কর্মচারী ইউনিয়নের তরফ থেকে গণভোটের আয়োজন করা হয়েছিল। সেখানে নাকি অধিকাংশ কর্মী ধর্মঘটের পক্ষে ভোট দেন।
পরবর্তী ফটো গ্যালারি