বাংলা নিউজ > ছবিঘর > Rahul in Coolie Dress:স্টেশনে হঠাৎ কুলির পোশাকে রাহুল গান্ধী, মাথায় তুললেন স্যুটকেস! কাদের ডাকে পৌঁছলেন? জানাল কংগ্রেস

Rahul in Coolie Dress:স্টেশনে হঠাৎ কুলির পোশাকে রাহুল গান্ধী, মাথায় তুললেন স্যুটকেস! কাদের ডাকে পৌঁছলেন? জানাল কংগ্রেস

কংগ্রেসের তরফে বলা হয়, 'জননেতা রাহুল গান্ধী আনন্দবিহার রেলস্টেশনে আজ মাল সরবরাহকারীদের সঙ্গে দেখা করেন। সদ্য এক ভাইরাল ভিডিয়োয় সেখানের সরবরাহকারীরা তাঁদের দেখতে চান বলে জানান। তারপরই রাহুল সেখানে যান, তাঁদের সঙ্গে কথা বলেন।'