Rail Board on Gati Shakti ROB and RUB Projects: মোদীর সাধের গতিশক্তি প্রকল্পের গতিতে নাখুশ রেল বোর্ড, জোরে কষল ব্রেক
Updated: 07 Nov 2023, 03:17 PM ISTভারত জুড়ে পরিবহণ ব্যবস্থাকে অন্য স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে 'গতিশক্তি' প্রকল্পের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পের অধীনেই রেল লাইনের ওপর দিয়ে ফ্লাইওভার বা ব্রিজ এবং রেল লাইনের নীচে দিয়ে আন্ডারপাস তৈরির পরিকল্পনা করা হয়েছিল। তবে এই দুই ক্ষেত্রে গতিশক্তি প্রকল্পের কাজে গতি নেই।
পরবর্তী ফটো গ্যালারি