আজও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। একাধিক জেলায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। তারইমধ্যে একটি আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আগামিকালের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
1/8পশ্চিমবঙ্গের আবহাওয়া: আগামী পাঁচদিনে পশ্চিমবঙ্গে তাপমাত্রার তেমন হেরফের হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/8উত্তরবঙ্গে বৃষ্টি: উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। আজ উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/8উত্তরবঙ্গে বৃষ্টি: শুক্রবার, রবিবার এবং সোমবারও উত্তরবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/8উত্তরবঙ্গে বৃষ্টি: শনিবারও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আছে। তবে কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকবে। দুই দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/8দক্ষিণবঙ্গে বৃষ্টি: আজ (বৃহস্পতিবার) দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। সব জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি জায়গায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
6/8দক্ষিণবঙ্গে বৃষ্টি: শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সব জেলায় ঝড়ের পূর্বাভাস নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/8দক্ষিণবঙ্গে বৃষ্টি: শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। সব জেলায় হালকা বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
8/8আন্দামান সাগরে নিম্নচাপ: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা শুক্রবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। তারপর রবিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। প্রভাবে আগামী শনিবার পর্যন্ত আন্দামান নিকোবরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)