Rain and storm forecast till 4th March: শুক্র থেকে বৃষ্টি শুরু বাংলায়; শনি, রবি ও সোমে ৪০ কিমিতে হবে ঝড়, কোথায় সতর্কতা?
Updated: 01 Mar 2024, 03:37 AM ISTমার্চের পয়লা দিন থেকেই পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হতে চলেছে। প্রাথমিকভাবে বেশি সংখ্যক জেলায় বৃষ্টি হবে না। তবে ক্রমশ বাড়বে বৃষ্টির মাত্রা। তারইমধ্যে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আপাতত যখন গরম নতুন করে বাড়বে না, তখন কোন কোন জেলায় বৃষ্টি ও ঝড় বইবে, তা জেনে নিন।
পরবর্তী ফটো গ্যালারি