Random Covid test: দেশের বিমানবন্দরগুলিতে আন্তর্জাতিক সফরকারী যাত্রীদের জন্য কোভিড টেস্টের নির্দেশ, চড়ছে উদ্বেগের পারদ
Updated: 21 Dec 2022, 07:54 PM ISTদেশের বিভিন্ন বিমানবন্দরে ব়্যান্ডম স্যাম্পলিং শুরু হচ্ছে। আন্তর্জাতিক বিমানে যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম লাগু। চিন ছাড়াও জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিলে হু হু করে করোনা বেড়ে যেতে দেখা যাচ্ছে। ফলে সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকারের তরফে এই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে।
চিনে হু হু করে বেড়ে চলেছে কোভিড সংকট। বিশ্বের বিভিন্ন দেশেই ভাইরাসে আক্রান্তের খবর আসছে। তারই মাঝে কোনও রকমের ঝুঁকি না নিয়ে ভারতের বিমানবন্দরগুলিতে বিদেশ থেকে আগত যাত্রীদের ঘিরে কড়া বন্দোবস্ত করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। (Representational photo)
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি