১১ জুলাই আধার পানা উৎসব পালিত হবে। এই দিনে দুধ, চি... more
১১ জুলাই আধার পানা উৎসব পালিত হবে। এই দিনে দুধ, চিনি, শুকনো ফল দিয়ে বিশেষ পানীয় অর্পণ করা হয় তিন দেব দেবীকে। ১২ জুলাই রয়েছে নিলাদ্রী বিজে। এটি অত্যন্ত শুভ দিন বলে বিবেচিত হয়।
1/6২০২২ সালের রথযাত্রায় আর হাতে গোনা কয়েকটা দিন। পুরীর জগন্নাথধামের পাশাপাশি এই বঙ্গেও রথযাত্রার আয়োজনে খামতি নেই। বাংলার বহু জায়গায় রথের মেলার প্রস্তুতিতে দোকান তৈরির খুঁটি পোঁতা শুরু হয়ে গিয়েছে।(PTI Photo)
2/6রথযাত্রা মানেই বাংলায় দুই দিন আলাদা করে উৎসবে মেতে ওঠার আনন্দ। 'সোজা রথ' আর 'উল্টো রথ' মিলিয়ে বাংলায় আলাদ করে আয়োজিত এই রথযাত্রা। দেখে নেওয়া যাক ২০২২ রথযাত্রার তিথির সময়সূচি। (ANI Photo)
3/6 সোজা রথ -সুদূর পুরীর গুণ্ডিচাতে মাসির বাড়ি যাওয়ার দিনটিকে ধরে রথযাত্রা শুভারম্ভ পালন হয়। এই পার্বণকে বাংলার বহু গৃহস্থে 'সোজা রথ' বলা হয়। এই বছর ২০২২ সালে ১ জুলাই পড়েছে সোজা রথ। (PTI Photo)
4/6উল্টো রথ- ২০২২ সালের উল্টো রথ পড়েছে ৯ জুলাই। এই দিনটিকে বহুদা যাত্রা বলা হয়। এমন দিনে জগন্নাথ দেব, শুভদ্রা দেবী ও বলভদ্র রথে চড়ে প্রত্যাবর্তন করেন। বাংলার গৃহস্থে এই রথযাত্রার নাম উল্টো রথ।
5/6রথযাত্রা ঘিরে নানান তিথি একনজরে- মঙ্গলবার ৫ জুলাই হেরা পঞ্চমী। পুরীর গুণ্ডিচা মন্দিরে এই ৫ দিন থাকেন জগন্নাথ, বলরাম, শুভদ্রা। ৮ জুলাই রয়েছে সন্ধ্যা দর্শন। এদিন পুরীতে জগন্নাথ দর্শন খুবই পূণ্যের।
6/6উল্টো রথের পর পূণ্যতিথি-১০ জুলাই রয়েছে সুনাবেসা সমারোহ। পুরীর মন্দিরে এই দিন জগন্নাথ দেব তাঁর ভাই বলভদ্র ও বোন শুভদ্রার সঙঅগে রাজকীয় বেশ ধারণ করেন। ১১ জুলাই আধার পানা উৎসব পালিত হবে। এই দিনে দুধ, চিনি, শুকনো ফল দিয়ে বিশেষ পানীয় অর্পণ করা হয় তিন দেব দেবীকে। ১২ জুলাই রয়েছে নিলাদ্রী বিজে। এটি অত্যন্ত শুভ দিন বলে বিবেচিত হয়।(ছবি সৌজন্য পিটিআই)