Reliance and Disney-Star Merger: হাত মেলাচ্ছে রিলায়েন্স-ডিজনি, অনলাইন ক্রিকেট সম্প্রচারে আসবে যুগান্তকারী পরিবর্তন?
Updated: 26 Feb 2024, 07:12 AM ISTভারতের নিজেদের মিডিয়া অপারেশন যুক্ত করার জন্য চুক্তিবদ্ধ হল ওয়ল্ট ডিজনি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এমনই দাবি করল ব্লুমবার্গের এক রিপোর্ট। প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরে বিনোদন জগতে জোর চর্চা চলছিল জি আর সোনির মার্জার নিয়ে। তবে সেই চুক্তি ভেস্তে যায়। এরই মাঝে হাত মেলাচ্ছে ডিজনি ও রিলায়েন্স।
পরবর্তী ফটো গ্যালারি