গোট ২০২১-২২ অর্থবর্ষে রিলায়েন্স জিও-র মোট আয়ের পরিমাণ ৭.৩৬ কোটি টাকা।
1/6শুক্রবার রিলায়েন্স জিও মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। তার আগের বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ২৪% লাভ বৃদ্ধি পেয়েছে Jio-র। ফাইল ছবি : টুইটার (Twitter)
2/6গত বছর মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে ৩,৩৬০ কোটি টাকার মুনাফা ছিল সংস্থার। ২০২১-২২-এর শেষ ত্রৈমাসিকে তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে ৪,১৭৩ কোটি টাকা মুনাফা করেছে আম্বানির সংস্থা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/6অন্যদিকে গত ত্রৈমাসিকে রিলায়েন্স রিটেলও দুর্দান্ত পারফর্ম করেছে। সংস্থার আয় দাঁড়িয়েছে ৫৮,০১৭ কোটি টাকা, যা তার আগের বছরের তুলনায় প্রায় ২৩.৩% বেশি। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/6এখনও পর্যন্ত রিলায়েন্স রিটেলের সবচেয়ে ভাল পারফর্ম করা ত্রৈমাসিক এটি। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
5/6জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তেল থেকে রাসায়নিক উত্পাদনের ব্যবসাতেও গতি এসেছে।,আগের বছরের তুলনায় এটি ৪৪.২% বেশি। গত ত্রৈমাসিকে মোট ১.৪৫ লক্ষ কোটি টাকা আয় করেছে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
6/6গোটা ২০২১-২২ অর্থবর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট আয়ের পরিমাণ ৭.৩৬ কোটি টাকা। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স) (Reuters)