Restitution of Indian Antiquities: মোদীর সফরের জের, ভারত থেকে পাচার হওয়া প্রাচীন মূর্তি ফেরাল আমেরিকা,দেখুন সেই ছবি
Updated: 18 Jul 2023, 12:11 AM IST Restitution of Indian Antiquities, Narendra Modi, প্রাচীন মূর্তি ফেরাল আমেরিকা Satyen Pal 18 Jul 2023চুরি হয়েছিল ভারত থেকে। সেই প্রাচীন মূর্তি ফেরৎ দিচ্ছে আমেরিকা।
চুরি গিয়েছিল ভারতের প্রাচীন সামগ্রী। তারই একাংশ ভারতের হাতে ফেরৎ দিল আমেরিকা।নিউ ইয়র্কের কনস্যুলেট জেনারেল অফ ইন্ডিয়ার তরফে প্রেস রিলিজ জারি করা হয়েছে। সেখানে ভারতের নানা প্রাচীন মূর্তি দেশকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সেই প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর হয়েছিল জুন ২০২৩ সালে।তারই পরিপ্রেক্ষিত ১০৫টি প্রত্নতাত্ত্বিক সামগ্রী ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে। মার্কিন অ্যান্টি ট্রাফিকিং ইউনিট এক্ষেত্রে নিরলস কাজ করে গিয়েছে। এগুলি শুধু ভারতের সম্পদ নয়, এগুলো তাদের জীবন চর্চার সঙ্গে যুক্ত। PIB
পরবর্তী ফটো গ্যালারি