ম্যাঞ্চেস্টারে দুরন্ত শতরান করে এলিট লিস্টে নাম লেখালেন ঋষভ পন্ত।
1/4বেশ কয়েকজন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরি করেছেন। তবে বেশিরভাগই উপমহাদেশে। এমনকি মহেন্দ্র সিং ধোনিও উপমহাদেশের বাইরে ওয়ান ডে সেঞ্চুরি করতে পারেননি। এতদিন এমন কৃতিত্ব ছিল মাত্র ২ জন ভারতীয় ক্রিকেটারের, যাঁদের পার্ট-টাইম উইকেটকিপার বলাই শ্রেয়। ম্যাঞ্চেস্টারে শতরান করে পন্ত সেই অভিজাত তালিকায় নাম লেখালেন। অর্থাৎ, তৃতীয় ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে এশিয়ার বাইরে ওয়ান ডে সেঞ্চুরি করার নজির গড়েন ঋষভ।
2/4ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জয় এনে দেন ঋষভ পন্ত। এশিয়ার বাইরে কোনও ভারতীয় উইকেটকিপারের এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
3/4১৯৯৯ সালে টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে রাহুল দ্রাবিড় উইকেটকিপার হিসেবে মাঠে নামেন। তিনি সেই ম্যাচে ১৪৫ রানের ঝকঝকে ইনিংস খেলে রান-আউট হন। এশিয়ার বাইরে কোনও ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যানের সেটিই সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস।
4/4২০২০ সালে মাউন্ট মাউনগানুইয়ে নিউজিল্যন্ডের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে উইকেটকিপার হিসেবে মাঠে নামেন লোকেশ রাহুল। তিনি সেই ম্যাচে দলের হয়ে সব থেকে বেশি ১১২ রান করে আউট হন।