বাংলা নিউজ > ছবিঘর > Jaishankar on Jinping skipping G20: জি২০ সম্মেলনে আসবেন না জিনপিং-পুতিন, তা নিয়ে কী বললেন জয়শংকর?

Jaishankar on Jinping skipping G20: জি২০ সম্মেলনে আসবেন না জিনপিং-পুতিন, তা নিয়ে কী বললেন জয়শংকর?

জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে আসছেন না চিনের শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের পর থেকে পুতিন এমনিতেই কোনও সম্মেলনে যাননি নিজে। এদিকে জিনপিং সদ্য ব্রিকস সম্মেলনে গিয়ে মোদীর সঙ্গে কথা বলে এসেছেন। তাও তিনি দিল্লি আসছেন না। এই নিয়ে মুখ খুললেন এস জয়শংকর।