SA vs NZ: কিপার-ব্যাটার হিসাবে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ডি'ককের, ছুঁলেন রোহিতের নজির, টপকালেন কালিসকে
Updated: 01 Nov 2023, 06:48 PM ISTএবারের বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন কুইন্টন ডি'কক। সেই সঙ্গে প্রথম ব্যাটার হিসেবে চলতি বিশ্বকাপে তিনি পেরিয়ে গেলেন পাঁচশো রানের মাইলফলকও। পাশাপাশি গড়ে ফেললেন একাধিক নজির। নিজের শেষ ওডিআই বিশ্বকাপে ডি'কক যেন স্বপ্নের ছন্দে রয়েছেন।
পরবর্তী ফটো গ্যালারি