‘কংগ্রেস পরিবার চালিত পার্টি’, বেফাঁস শশী! রাহুলকে ‘একমাত্র সম্ভাব্য PM প্রার্থীও বললেন না’-খোঁচা অমিতের
Updated: 17 Oct 2023, 08:56 PM ISTতিরুঅনন্তপুরমের টেকনোপার্ক ফেজ থ্রিতে একটি মার্কিন সিলিকন ভ্যালির সংস্থার দফতরের উদ্বোধনে গিয়েছিলেন শশী থারুর। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, কংগ্রেসের তরফে কে হচ্ছেন প্রধানমন্ত্রী পদ প্রার্থী? কী বলেন শশী দেখা যাক।
তিরুঅনন্তপুরমের টেকনোপার্ক ফেজ থ্রিতে একটি মার্কিন সিলিকন ভ্যালির সংস্থার দফতরের উদ্বোধনে গিয়েছিলেন শশী থারুর। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, কংগ্রেসের তরফে কে হচ্ছেন প্রধানমন্ত্রী পদ প্রার্থী। শশী থারুর বলেন, ‘সেটা ভাবা হোক নির্বাচনের পর। কারণ এটা জোট, একটি পার্টি নয়। সব দলের নেতাদের একজোট হতে হবে আর সিদ্ধান্ত নিতে হবে আর নাম বেছে নেওয়া হবে।’ (PTI Photo/Manvender Vashist Lav) (PTI09_21_2023_000251A)
(PTI) পরবর্তী ফটো গ্যালারি