Sheikh Shahjahan Latest Update: চোখে জল শাহজাহানের, বায়না খাওয়াদাওয়া নিয়ে! CBI-এর খাঁচায় বাধ্য 'সন্দেশখালির বাঘ'
Updated: 07 Mar 2024, 01:41 PM ISTগতকাল দীর্ঘক্ষণ টানাপোড়েনের পর সিআইডির হাত থেকে সিবিআই-এর হাতে যান সন্দেশখালির শেখ শাহজাহান। এই আবহে সিবিআই-এর তরফ থেকে জানানো হচ্ছে, 'সন্দেশখালির বাঘের' চোখে তাঁরা কান্না দেখতে পান। দাবি করা হয়, সিআইডি-র হাত থেকে যে তাকে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হবে, তা বোঝেনি শাহজাহান।
পরবর্তী ফটো গ্যালারি