HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > SL vs PAK Asia Cup Update: রিজওয়ানের লড়াই ব্যর্থ করেন মেন্ডিস, ছবির অ্যালবামে শ্রীলঙ্কা-পাকিস্তান লড়াই

SL vs PAK Asia Cup Update: রিজওয়ানের লড়াই ব্যর্থ করেন মেন্ডিস, ছবির অ্যালবামে শ্রীলঙ্কা-পাকিস্তান লড়াই

Sri Lanka vs Pakistan Asia Cup 2023 Super Four Match: বৃহস্পতিবার এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের ভার্চুয়াল সেমিফাইনাল ম্যাচে সম্মুখসমরে নামে শ্রীলঙ্কা-পাকিস্তান। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামের এই লড়াইয়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলিতে চোখ রাখুন।

1/28 বৃষ্টির জন্য শ্রীলঙ্কা বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোর রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। গোটা মাঠ ঢাকা থাকে ম্যাচের অনেক আগে থেকেই। ফলে নির্ধারিত সময়ে টসও অনুষ্ঠিত হয়নি। ছবি- এএফপি। 
2/28 বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ছিটকে যাবে পাকিস্তান। সেক্ষেত্রে ভারতের সঙ্গে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে শ্রীলঙ্কা। তাই দুশ্চিন্তায় দেখায় বাবর আজমদের। বারবার ড্রেসিংরুমের বাইরে এসে আবহাওয়ার গতিপ্রকৃতি যাচাই করতে দেখা যায় পাক ক্রিকেটারদের। ছবি- এএফপি।
3/28 শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে কপাল পুড়বে বাবর আজমদের। ভারতের কাছে বিশাল ব্যবধানে হারের মাশুল দিয়ে সেক্ষেত্রে চলতি এশিয়া কাপ থেকে ছিটকে যেতে হবে পাকিস্তানকে। কেননা ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট করে সংগ্রহ করবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। তখন ২ দলের সংগ্রহেই থাকবে ২ ম্যাচে ৩ পয়েন্ট করে। শ্রীলঙ্কার নেট রান-রেট (-০.২০০) পাকিস্তানের (-১.৮৯২) তুলনায় ভালো হওয়ায় ফাইনালে উঠবেন দাসুন শানাকারা ছবি- এপি।
4/28 বৃষ্টি থেমেছে। টস অনুষ্ঠিত হবে ৫টার সময়। ম্যাচ শুরু হবে ৫টা ১৫ মিনিটে। ম্যাচ খেলা হবে ৪৫ ওভার প্রতি ইনিংসের। অর্থাৎ, ৫ ওভার করে কাটা যাচ্ছে উভয় ইনিংসে। প্রথম পাওয়ার প্লে ৯ ওভারের। দ্বিতীয় পাওয়ার প্লে ২৭ ওভারের। শেষ পাওয়ার প্লে ৯ ওভারের। ছবি- এএফপি।
5/28 বৃষ্টির বাধা টপকে ম্যাচ শুরু হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ভার্চুয়াল সেমিফাইনালে টস জেতে পাকিস্তান। পাক দলনায়ক বাবর আজম শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। পাকিস্তান আগেই তাদের প্লেয়িং ইলেভেন ঘোষণা করেছিল। তবে শেষ মুহূর্তে তাতেও একজোড়া বদল করতে হয় বাবর আজমদের। ইমাম শেষ মুহূর্তে চোট পেয়ে বসায় তাঁর জায়গায় মাঠে নামেন ফখর জামান। সউদ শাকিলের জ্বর। তাঁর জায়গায় মাঠে নামেন আবদুল্লা শফিক। ছবি- এএফপি।
6/28 ২.৪ ওভারে প্রমোদ মদুশানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ফখর জামান। ১১ বলে ৪ রান করেন তিনি। পাকিস্তান দলগত ৯ রানের মাথায় ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বাবর আজম। ছবি- এএফপি।
7/28 ১৫.৬ ওভারে দুনিথ ওয়েলালাগের বলে বাবর আজমকে স্টাম্প-আউট করেন কুশল মেন্ডিস। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন পাক দলনায়ক। পাকিস্তান দলগত ৭৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ রিজওয়ান। আবদুল্লাহ শফিক তখন ৩৭ রানে ব্যাট করছিলেন। ছবি- এপি।
8/28 সউদ শাকিলের জ্বর হওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামার সুযোগ পান আবদুল্লাহ শফিক। সুযোগটা দারুণভাবে কাজে লাগান তিনি। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শফিক। ওয়ান ডে ক্রিকেটে এটি তাঁর প্রথম হাফ-সেঞ্চুরি। ২০.৩ ওভারে ধনঞ্জয়া ডি'সিলভার বলে ১ রান নিয়ে ৫০ রানের গণ্ডি টপকান পাক ওপেনার। ছবি- এএফপি।
9/28 ২১.৪ ওভারে মাথিসা পথিরানার বলে প্রমোদ মদুশানের হাতে ধরা পড়েন আবদুল্লা শফিক। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৯ বলে ৫২ রান করে মাঠ ছাড়েন তিনি। পাকিস্তান ১০০ রানে পৌঁছে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ হ্যারিস। ছবি- এপি।
10/28 ২২.১ ওভারে ধনঞ্জয়া ডি'সিলভার বলে মহম্মদ রিজওয়ানকে স্টাম্প-আউট করার সুযোগ হাতছাড়া করেন কুশল মেন্ডিস। রিজওয়ান তখন ১১ রানে ব্যাট করছিলেন। ছবি- এএফপি।
11/28 ২৩.৬ ওভারে মাথিসা পথিরানার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন মহম্মদ হ্যারিস। ৯ বলে ৩ রান করেন তিনি। পাকিস্তান ১০৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ নওয়াজ। ছবি- এএফপি।
12/28 ২৭.৪ ওভারে মাহিশ থিকশানার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মহম্মহ নওয়াজ। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১২ রান করেন তিনি। পাকিস্তান ১৩০ রানে ৫ উইকেট হারায়। নওয়াজ আউট হওয়া মাত্রই বৃষ্টিতে ম্যাচ থমকে যায়। রিজওয়ান তখন ব্যাট করছিলেন ২২ রানে। ছবি- এপি।
13/28 বৃষ্টির বাধা টপকে ম্যাচ পুনরায় শুরু হয় বটে, তবে আরও ওভার কাটা যায়। আরও ছোট হয় ম্যাচ। খেলা হবে ৪২ ওভার প্রতি ইনিংসের। প্রথম পাওয়ার প্লে ৯ ওভারের, দ্বিতীয় পাওয়ার প্লে ২৫ ওভারের ও তৃতীয় পাওয়ার প্লে ৮ ওভারের। ইনিংসের বিরতি ২০ মিনিটের। ২ জন বোলার সর্বোচ্চ ৯ ওভার বল করতে পারবেন। ৩ জন বোলার ৮ ওভার বল করতে পারবেন। রিজওয়ানের সঙ্গে ব্যাট করতে নামেন ইফতিকার আহমেদ। ছবি- এপি।
14/28 ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মহম্মদ রিজওয়ান। ৩৩.৫ ওভারে দুনিথ ওয়েলালাগের বলে চার মেরে অর্ধশতরানের গণ্ডি টপকে যান পাক উইকেটকিপার। ছবি- এপি।
15/28 ৩৪.৬ ওভারে ইফতিকারের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন মাহিশ থিকশানা। আম্পায়ার আউট দেননি। বোলারের ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে রিভিউ নেননি শ্রীলঙ্কা দলনায়ক দাসুন শানাকা। বল ট্র্যাকারে দেখা যায় যে, শ্রীলঙ্কা রিভিউ নিলে আউট হয়ে সাজঘরে ফিরতে হতো ইফতিকারকে। পাক তারকা তখন ২১ রানে ব্যাট করছিলেন। ছবি- এএফপি।
16/28 ৪০.৩ ওভারে মাথিসা পথিরানার বলে দাসুন শানাকার হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন ইফতিকার আহমেদ। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন ইফতিকার। পাকিস্তান ২৩৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাদব খান। ছবি- এএফপি।
17/28 ৪১.২ ওভারে প্রমোদ মদুশানের বলে উইকেটকিপার কুশল মেন্ডিসের দস্তানায় ধরা পড়েন শাদব খান। ৩ বলে ৩ রান করেন তিনি। পাকিস্তান ২৪৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহিন আফ্রিদি। ছবি- এএফপি।
18/28 পাকিস্তান নির্ধারিত ৪২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৫২ রান সংগ্রহ করে। মহম্মদ রিজওয়ান ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৩ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ১ রান করে নট-আউট থাকেন শাহিন। উল্লেখযোগ্য বিষয় হল, জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ৪২ ওভারে ২৫২ রান, ২৫৩ নয়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে বদলে যায় শ্রীলঙ্কার জয়ের টার্গেট। ছবি- এপি।
19/28 পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ঝড়ের গতিতে ইনিংস শুরু করে। তবে ইনিংসের ৩.২ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় ওপেনার কুশল পেরেরাকে। ৪টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন পেরেরা। শ্রীলঙ্কা ২০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুশল মেন্ডিস। ছবি- এপি।
20/28 ১৩.২ ওভারে নিজের বলেই পাথুম নিশঙ্কার দুর্দান্ত ক্যাচ ধরেন শাদব খান। ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন নিশঙ্কা। শ্রীলঙ্কা দলগত ৭৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সাদিরা সমরাবিক্রমে। ছবি- এএফপি।
21/28 ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন কুশল মেন্ডিস। ২০.৫ ওভারে মহম্মদ ওয়াসিমের বলে ২ রান নিয়ে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান তিনি। ছবি- এএফপি।
22/28 নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন সাদির সমরাবিক্রমে। ২৯.৪ ওভারে ইফতিকার আহমেদের বলে সাদিরাকে স্টাম্প-আউট করেন মহম্মদ রিজওয়ান। ৪টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন সমরাবিক্রমে। শ্রীলঙ্কা ১৭৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চরিথ আসালঙ্কা। ছবি- এএফপি।
23/28 ৩৫.১ ওভারে ইফতিকার আহমেদের বলে কুশল মেন্ডিসের দুরন্ত ক্যাচ ধরেন মহম্মদ হ্যারিস। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ৯১ রান করে মাঠ ছাড়েন মেন্ডিস। শ্রীলঙ্কা ২১০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দাসুন শানাকা। ছবি- এপি।
24/28 ৩৭.৪ ওভারে ইফতিকার আহমেদের বলে মহম্মদ নওয়াজের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন দাসুন শানাকা। ৪ বলে ২ রান করেন শ্রীলঙ্কা দলনায়ক। শ্রীলঙ্কা ২২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধনঞ্জয়া ডি'সিলভা। ছবি- এপি।
25/28 ৪০.৪ ওভারে শাহিন আফ্রিদির ফুলটস বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে মহম্মদ ওয়াসিমের হাতে ধরা পড়েন ধনঞ্জয়া ডি'সিলভা। ৭ বলে ৫ রান করেন তিনি। শ্রীলঙ্কা ২৪৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দুনিথ ওয়েলালাগে। ছবি- এএফপি।
26/28 ৪০.৫ ওভারে শাহিন আফ্রিদির বলে উইকেটকিপার মহম্মদ রিজওয়ানের দস্তানায় ধরা পড়েন দুনিথ ওয়েলালাগে। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন দুনিথ। শ্রীলঙ্কা ২৪৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্রমোদ মদুশান। ছবি- এপি।
27/28 ৪১.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন প্রমোদ মদুশান। ৩ বলে ১ রান করে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা ২৪৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাথিসা পথিরানা। ছবি- এপি।
28/28 ম্যাচের একেবারে শেষ বলে ২ রান নিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন চরিথ আসালঙ্কা। ৪২ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৫২ রান তুলে ম্যাচ জেতে শ্রীলঙ্কা। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পকেটে পোরে দ্বীপরাষ্ট্র। আসালঙ্কা ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। যদিও ম্যাচের সেরা হন মেন্ডিস। ছবি- এপি।

Latest News

মাছ-ভাত মিলবে হাওড়া-NJP বন্দে ভারতে, থাকছে পোলাও-মাংস-পনিরও; রইল পুরো মেনু স্পঞ্জের মতো জল শুঁষে নিচ্ছে আউটফিল্ড, RCB v CSK ম্যাচে বৃষ্টি নিয়ে চিন্তা নেই! বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আলিয়া, রণবীরের বিয়ে নিয়ে এ সব কী বললেন নীতু! প্রতিদিনের রান্না ব্যবহার করছেন কোন বাসন? নিজের ক্ষতি করছেন না তো? কুকুরকে নিয়ে ক্ষোভ, পোষ্য ও অভিভাবককে বেধড়ক মারধর! হায়দরাবাদে ধৃত ৫ Mumbai Indians বনাম Lucknow Super Giants ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ‘আমারও লক্ষ্মীর ভাণ্ডার আছে, ৫-১০ করে ফেলি!… অভিষেকের মায়ের কথায়…’ বললেন মমতা হারিয়ে গিয়েছে এভিলিন.., মেয়ের স্মৃতি নিয়েই বাবা-মা হচ্ছেন কাবো-পূজা, কিন্তু কবে? হেনস্থা নিয়ে আপ MP স্বাতীর অভিযোগ পেতেই কেজরিওয়ালের বাড়িতে ফরেন্সিক দল, পুলিশ আয়নার টানেল দিয়ে হাঁটেন মডেলরা, কেমন ছিল ২৫ বছর আগের ভারতের প্রথম ফ্যাশন উইক

Latest IPL News

স্পঞ্জের মতো জল শুঁষে নিচ্ছে আউটফিল্ড, RCB v CSK ম্যাচে বৃষ্টি নিয়ে চিন্তা নেই! টি২০ বিশ্বকাপের পরই অবসর নয়, আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চান, জানিয়ে দিলেন রোহিত IPL 2024-এর ভিত্তিতেই কি T20 WC 2024-র দল নির্বাচন করা হয়েছে? কী বললেন BCCI সচিব গভীর অন্ধকারের মধ্যে.....টানা হারের যন্ত্রণার কথা জানালেন RCB-র বিরাট কোহলি IPL 2024-ধোনির এটাই শেষ মরশুম নয়, আরসিবি ম্যাচের আগে বড় বার্তা প্রাক্তন সতীর্থর ‘ভামিকা ভালোই ব্যাট চালাচ্ছে, তবে ক্রিকেটে আসবে কিনা’!মেয়েকে নিয়ে বিরাটের বার্তা IPL 2024-বন্ধু অভিষেকের পরিবারের সঙ্গে দেখা করে মন জিতলেন শুভমন গিল…দেখুন ভিডিয়ো 'তোমার বন্ধু সুনীল তো অনেক ভালো-ভালো কথা বলেছে', RCB-র গুগলিতে ভ্যাবাচাকা বিরাট বাউন্ডারি বড় করা হোক,নাহলে ভবিষ্যৎ-এ কেউ বোলার হতে চাইবে না,বড় বার্তা কুম্বলের গম্ভীর সব সময়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেন- প্রাক্তনীর গলায় গৌতির সমালোচনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ