‘রাঙা মাথায় চিরুনি’, ‘ত্রিনয়নী’, ‘বয়েই গেল’, ‘জয় বাবা লোকনাথ’, ‘কী করে বলব তোমায়’, ‘জয়ী’ মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তনুশ্রী ভট্টাচার্য। আজ তার জন্মদিন।
1/8টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। আজ তার জন্মদিন। মধ্যরাত থেকে বাড়িতে জন্মদিনের সেলিব্রেশন চলল অভিনেত্রীর। সেই ছবি নিজের সামাজিক মাধ্যমের পাতায় শেয়ার করেছেন তিনি। (ছবি ইনস্টাগ্রাম)
2/8সন্তানসম্ভবা অভিনেত্রী। জন্মদিনের শুরুটা স্বামী এবং পরিবারের সঙ্গে কেক কেটে উদযাপন করতে দেখা গেল নায়িকাকে।
3/8জন্মদিনের একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
4/8অন্তঃসত্ত্বা অভিনেত্রী জন্মদিনের শুরুতেই চারটি কেক কেটেছেন। ২০১৯ সালে পরিচালক শমীক বসুকে বিয়ে করেন তিনি। জন্মদিনের শুরুতেই দুটি কেক তনুশ্রীর জন্য তার স্বামী এনেছিলেন।
5/8তনুশ্রীর কেক কাটার মুহূর্তের ছবি।
6/8জন্মদিনে পরিবারের সঙ্গে অভিনেত্রী।
7/8প্রথমবার মা হতে চলেছেন তিনি। আপাতত প্রথম সন্তানের অপেক্ষায় দম্পতি। শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন তনুশ্রী। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার দেওয়াল থেকে জন্মদিনের মুহূর্তের ছবি।
8/8অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার দেওয়াল থেকে জন্মদিনের মুহূর্তে মধ্যরাতের ছবি।