UAE Bad Weather and Heavy Rain Updates: অতিবৃষ্টিতে 'প্রলয়' UAE-তে, মরুদেশে জলে ডুবল বিমানবন্দর, বন্যা দুবাই শহরে
Updated: 17 Apr 2024, 09:06 AM ISTভারী বৃষ্টিপাতের জেরে কার্যত প্রলয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহি সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে। এই অতিবৃষ্টির বেশ কিছু ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, বৃষ্টির জলের স্রোতে ভেসে চলে যাচ্ছে বিমান। মরুদেশে দেখা দিয়েছে বন্যা।
পরবর্তী ফটো গ্যালারি