বাংলা নিউজ > ছবিঘর > UPI in North America & Middle East: এবার মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকাতেও চালু হবে UPI, বড় দাবি পরিচালনকারী সংস্থার

UPI in North America & Middle East: এবার মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকাতেও চালু হবে UPI, বড় দাবি পরিচালনকারী সংস্থার

ইতিমধ্যেই সিঙ্গাপুর এবং ফ্রান্সে চালু হয়ে গিয়েছে ইউপিআই। এবার ভারতের এই ডিজিটাল লেনদেনের মাধ্যমের আরও প্রসার ঘটানোর দিকে নজর ন্যাশনাল পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়ার। এই আবহে এনআইপিএল-এর প্রধান রীতেশ শুক্লা দাবি করলেন, এরপর উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে পদচিহ্ন পড়বে ইউপিআই-এর।