বাংলা নিউজ > ছবিঘর > West Bengal Coldest Day Temperature: বাংলার শীতলতম দিনেও দার্জিলিংকে হারাল দিল্লি! কোথায় কতটা নামল পারদ?

West Bengal Coldest Day Temperature: বাংলার শীতলতম দিনেও দার্জিলিংকে হারাল দিল্লি! কোথায় কতটা নামল পারদ?

আজ পশ্চিমবঙ্গে মরশুমের শীতলতম দিন। রাজ্যের বহু জায়গায় আজ তাপমাত্রার পারদ নেমে গিয়েছে সিঙ্গল ডিজিটে। তবে তা সত্ত্বেও দিল্লিকে হারাতে পারেনি শৈলশহর দার্জিলিংও। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে এরই সঙ্গে পাল্লা দিয়ে কমবে উত্তর ভারতের তাপমাত্রাও।