রোজ জিন্স পরলেও আমরা অনেকেই জানি না জিন্সের ওই ছোট পকেটটা ঠিক কোনকাজে লাগে। চলুন আজ সেটাই না হয় জেনে নেওয়া যাক।
1/4জিন্স পরেন না এমন মানুষ এখন হাতে গোনা। তবে কখনও কী ভেবেছেন জিন্সের ডান পকেটের উপর ওই ছোট্ট পকেটটা কেন থাকে? ‘এতে কিছুই তো রাখা যায় না’, ভেবে বিরক্ত হন কেউ কেউ! তবে কেন এখনও প্রত্যেক জিন্স প্রস্তুত কোম্পানি পকেটখানা দিয়ে থাকেন?
2/4কেউ কেউ হয়তো এতে খুচরো পয়সা রাখেন, কেউ বা বাড়ির চাবি। কেউ কোনও কাজে ব্যবহারই করেন না। তবে মনে প্রশ্ন তো জাগে! চলুন আজ এই রহস্যেরই উন্মোচন করা যাক।
3/4আসলে আঠারশো শতকে জিন্স ব্যবহার করতেন কাউ বয়রা। সেই সময় হাত ঘড়ির কোনও প্রচলন ছিল না। পকেট ঘড়ি ব্যবহার করা হত। ওয়েস্ট কোটে ঘড়ি রাখলে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার একটা বয় থাকত। তাই ঘড়ি রাখতেই জিন্সের ওই পকেট দেওয়া শুরু করেন বস্ত্র ব্যবসায়ীরা। সেই ঐতিহ্য বজায় রেখেই এখনও পকেটখানা রেখে দেওয়া হয়েছে।
4/4এবার বুঝলেন তো কেন এই পকেট! এখন হাতঘড়ি এলেও পকেটখানা রয়েই গিয়েছে। কাউ বয়দের হাত ধরে যে পোশাক এখন আমজনতার রোজকার সঙ্গী, তাকে কি এভাবে বদলে দেওয়া যায়!