New Garia to Ruby Metro Inauguration: নববর্ষের আগেই উদ্বোধন হচ্ছে নিউ গড়িয়া-রুবি মেট্রোর? অবশেষে মিলল বড় আপডেট
Updated: 11 Apr 2023, 07:59 AM ISTস্বপ্ন দেখাতে শুরু করে দিয়েছে। দু'মাস আগে মিলেছে অনুমোদনও। তবে এখনও বাণিজ্যিকভাবে নিউ গড়িয়া-রুবি মেট্রো পরিষেবা শুরু হয়নি। নববর্ষের আগেই কি ওই লাইনের উদ্বোধন করা হবে, তা নিয়ে মুখ খুলল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
পরবর্তী ফটো গ্যালারি