Winter & Fog Update in West Bengal: আজও পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত আছে। স্বাভাবিকের থেকে কম আছে সর্বনিম্ন তাপমাত্রা। কতদিন এরকম জাঁকিয়ে শীত থাকবে এবং কোন কোন জেলায় কবে কবে কুয়াশার দাপট থাকবে, তা দেখে নিন -
1/8সামান্য বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি। আবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ২২.১ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। (ছবি সৌজন্যে পিটিআই)
2/8রবিবার কলকাতার তাপমাত্রা কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির কাছে ঘোরাফেরা করবে। দিনভর আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)
3/8দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত এরকম শীত থাকবে। পরবর্তী দু'দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। (ছবি সৌজন্যে পিটিআই)
4/8দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহের (স্বাভাবিকের থেকে তাপমাত্রা পাঁচ ডিগ্রি কমে যাওয়া) মতো পরিস্থিতি তৈরি হতে পারে। (ছবি সৌজন্যে পিটিআই)
5/8দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা থাকবে কোথায় কোথায়? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী সোমবার (৯ জানুয়ারি) দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি জেলায় ভোর-সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/8উত্তরবঙ্গের শীতের দাপট কেমন থাকবে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিনে (মঙ্গলবার পর্যন্ত) উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। পরের দু'দিনের পারদ দুই থেকে তিন ডিগ্রি চড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/8তারইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ (রবিবার) উত্তরবঙ্গের তিন জেলায় (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ কয়েকটি জায়গায় দিনের তাপমাত্রা কম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
8/8কবে কবে উত্তরবঙ্গের কোন কোন জেলায় কুয়াশার দাপট থাকবে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামিকাল (সোমবার) এবং মঙ্গলবার ভোর-সকালের দিকে উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) কয়েকটি জায়গায় ঘন কুয়াশার দাপট থাকবে। কমে যাবে দৃশ্যমানতা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পারভিন কুমার/হিন্দুস্তান টাইমস)