বিসিসিআইয়ের অনূর্ধ্ব-২৫ ছেলেদের স্টেট-এ ট্রফিতে দাপুটে জয় পেল বাংলা। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরকে ৩৯ রানে পরাজিত করে কাজি জুনাইদের নেতৃত্বাধীন বাংলা দল।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলা। নির্ধারিত ৫০ ওভারে তারা ৬ উইকেটের বিনিময়ে ৩০৭ রান তোলে। শতরান করান দুই ওপেনার সুদীপ ঘরামি ও অঙ্কুর পাল। সুদীপ ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৩০ বলে ১১১ রান করে আউট হন। অঙ্কুর ১৪টি বাউন্ডারির সাহায্যে ১০৬ বলে ১১০ রান করে মাঠ ছাড়েন।
এছাড়া জুনাইদ করেন ৫১ বলে ৫২ রান। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। খাতা খুলতে পারেননি অগ্নিভ। দিগন্ত ১, প্রয়াস ৬, আকাশ অপরাজিত ৪ ও অভিষেক অপরাজিত ৫ রান করেন। ২টি করে উইকেট নেন রশিক সালাম ও সক্ষম শর্মা।
জবাবে ব্যাট করতে নেমে জম্মু-কাশ্মীর ৪৮.৩ ওভারে ২৬৮ রানে অল-আউট হয়ে যায়। হেনান নাজির ৭৯ ও নাসির মুজাফফর ৬৯ রান করেন। সূরজ সিন্ধু জসওয়াল ও আকাশ ঘটক ৩টি করে উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট দখল করেন সন্দীপন, বৈভব ও প্রয়াস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।