শুভব্রত মুখার্জি: মঙ্গলবার চলতি হ্যাংঝু এশিয়ান গেমসের পুরুষদের বিভাগের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে ২২ গজে নেমেছিল ভারতীয় দল। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের বিপক্ষে ছিল নেপাল। ম্যাচে ভারতকে রীতিমতো কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিয়েছিলেন সন্দীপ লামিচানেরা। শেষ পর্যন্ত যদিও ২৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারতীয় দল। তবে এদিন তাদের খেলায়, বিশেষ করে বোলারদের খেলায় সেই ধার-ভার দেখা যায়নি। ম্যাচ শেষে ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় জানান, এদিন ২২ গজ একটু হলেও কঠিন ছিল। ভারতীয় ব্যাটারদের উইকেটকে বুঝতে কিছুটা সময় লেগেছে বলে দাবি করেন রুতুরাজ।
আরও পড়ুন: স্পিনার, জোরে বোলার জুটিতেই লঙ্কা বধ, শেষ বারের চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
পিঙ্গফেঙ্গ ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডের ২২ গজে ইতিমধ্যেই তিনটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে এশিয়ান গেমসে। ফলে ব্যবহৃত এই পিচকে কিছুটা হলেও কঠিন লেগেছে বলে দাবি, ২৬ বছর বয়সী ভারতীয় অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের। তাঁর মতে, এই পিচে যেহেতু নেপাল এর আগেও খেলেছে, তাই তাদের কাছে কিছুটা হলেও সুবিধা হয়েছে ভারতের বিরুদ্ধে। অচেনা পরিবেশ পরিস্থিতি সত্ত্বেও তাঁর দল যে ভাবে মানিয়ে নিয়েছে, তাতে যে তিনি খুশি, তাও জানিয়েছেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
আরও পড়ুন: কোহলির সেই কী আগ্রাসন… ভারতের নেটে বল করতে এসে বিরাটকে দেখে বিস্মিত হয়েছিলেন রউফ
ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘উইকেটটা একটু কঠিন ছিল। আমার মনে হয়, নেপাল এই উইকেটটাকে ভালো করে চিনত। ভালো করে মানিয়ে নিয়েছিল।কারণ এই উইকেটে নেপাল এর আগেই খেলেছে। ওরা এর আগে ২-৩ ম্যাচ এখানে খেলেছে। আমাদের এই উইকেটে এটাই প্রথম ম্যাচ ছিল। ফলে আমাদের একটু হলেও উইকেটকে বুঝতে সময় লেগেছে।’ তিনি আরও যোগ করেন, ‘যেহেতু এই ধরনের পরিবেশ, পরিস্থিতিতে আমরা খেলতে অভ্যস্ত নই, তার পরেও যেভাবে দলের ক্রিকেটাররা মানিয়ে নিয়েছে, তা অভিনন্দনযোগ্য। আমি মনে করি, আমাদের প্রথম ম্যাচ হিসৈবে আমরা খুব ভালোই খেলেছি।’
নেপালের বিষয়ে বলতে গিয়ে রুতুরাজের দাবি, ‘ওরা এশিয়া কাপেও খেলেছে।এই মূল দলটা নিয়েই খেলেছে। বেশ ভালো পারফরম্যান্সও করেছে। তাই আমি মনে করি, ওরা বেশ আত্মবিশ্বাসী হয়েই এই ম্যাচে মাঠে নেমেছিল। আগামী দিনে ওদের জাতীয় দল আরও শক্তিশালী হয়ে উঠবে।’ প্রসঙ্গত, আইসিসির ক্রমতালিকায় ভালো অবস্থানে থাকার কারণে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল ভারত। এই ম্যাচে জিতে আপাতত তারা পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। সেমিতে জিততে পারলেই সোনা জয়ের জন্য লড়াই লড়বে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।