আফগানিস্তান বোলারদের দাপটে রীতিমতো কেঁপে গেল শ্রীলঙ্কা ক্রিকেট টিম। বুধবার এশিয়ান গেমসের মঞ্চে ১০০ পার করতে না করতেই তারা অলআউট হয়ে গেল। কোয়ার্টার ফাইনালে ৮ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে উঠল আফগানিস্তান।
৯ বছর আগে ২০১৪ সালে শেষ বার এশিয়ান গেমসে ক্রিকেট খেলা হয়েছিল। ২০১৪ সালে ফাইনালে আফগানিস্তানকে হারিয়েই সোনা জিতেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ পেয়েছিল ব্রোঞ্জ। এবার সেই শ্রীলঙ্কা কোয়ার্টার ফাইনালে হারিয়ে মধুর প্রতিশোধ নিল আফগানিস্তান। শেষ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে পদকের দিকে আরও এক পা বাড়াল তারা।
এদিন টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। শুরুটা একেবারেই ভালো হয়নি আফগানদের। দলের ১ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানিস্তান। লঙ্কার নুয়ান থুশারা বোল্ড করেন সিদ্দিকুল্লা অটলকে। ১ রান করে সাজঘরে ফেরেন সিদ্দিকুল্লা। তবে দ্বিতীয় উইকেটে হাল ধরার চেষ্টা করেছিলেন মহম্মদ শাহজাদ এবং নুর আলি জাদরান। তাঁরা দ্বিতীয় উইকেটে ৫৪ রান যোগ করেন। কিন্তু ১টি চার এবং ১টি ছক্কার সৌজন্যে ২৪ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন শাহজাদ। তখন জাদরান তৃতীয় উইকেটে শহিদুল্লাকে নিয়ে ফের পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন।
আরও পড়ুন: কোহলির সেই কী আগ্রাসন… ভারতের নেটে বল করতে এসে বিরাটকে দেখে বিস্মিত হয়েছিলেন রউফ
তবে এই জুটি ৩৭ রান যোগ করার পরে শহিদুল্লা আউট হয়ে যান। ১৪ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন তিনি। হাঁকান ২টি চার, ২টি ছক্কা। এর পর আর কেউই উইকেটে টিকতে পারেননি। জাদরান সর্বোচ্চ রান করেন। ৫২ বলে ৫১ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন। মারেন ৬টি চার, একটি ছয়। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। ১৮.৩ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
আরও পড়ুন: তিরুবনন্তপুরমে টসও করা গেল না, বৃষ্টিতে ভেস্তে গেল রোহিতদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও
শ্রীলঙ্কার নুয়ান থুশারা ৩ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। সাহান আরচ্চিগে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন লাহিরু সমরকুন এবং বিজয়কান্ত।
মাত্র ১১৭ রান তাড়া করতে নেমে একেবারে ল্যাজেগোবরে হয় শ্রীলঙ্কা। গুলবাদিন নায়েব এবং কায়েস আহমদের দাপটে ১৯.১ ওভারে ১০৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দুই বোলার ৩টি করে উইকেট তুলে নেন। একটি করে উইকেট নিয়েছেন শরফুদ্দিন আশরাফ, জাহির খান এবং করিম জানাত।
শ্রীলঙ্কার অধিনায়ক সাহান আরচ্চিগে সর্বোচ্চ ২২ রান করেছেন। এছাড়া দুইয়ের ঘরে পৌঁছেছেন শুধু লাসিথ ক্রসপুলে (১৬), আশেন বান্দারা (১৩) এবং বিজয়কান্ত (১৩)। তাও ২০ রানে গণ্ডি টপকাতে পারেননি কেউই। বাকিরা তো এক অঙ্কের ঘরে গড়াগড়ি খেয়েছেন। স্বাভাবিক ভাবেই ম্যাচ হেরে এশিয়ান গেমসে অভিযান শেষ হয়ে গেল শ্রীলঙ্কার। সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।