বাংলা নিউজ > ময়দান > এশিয়ান গেমস ২০২৩ > Asian Games: তিরন্দাজিতে গুরু বনাম শিষ্যের লড়াইয়ে মাত দিলেন ওজাস, রুপো পেলেন অভিষেক

Asian Games: তিরন্দাজিতে গুরু বনাম শিষ্যের লড়াইয়ে মাত দিলেন ওজাস, রুপো পেলেন অভিষেক

ওজাস প্রভীন দেওতালে এবং অভিষেক বর্মা। ছবি- পিটিআই  (PTI)

এশিয়ান গেমসে তিরন্দাজিতে একই ইভেন্টে দুটি পদক ভারতের। সোনা জিতলেন ওজাস। রুপো জিতলেন অভিষেক।

তিরন্দাজিতে একের পর এক ইভেন্টে পদক পেয়ে চলেছে ভারত। মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে আগেই পদক জিতেছে। এবার পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ভারতের প্রভীন দেওতালে। তাও আবার ভারতীয় প্রতিপক্ষকে হারিয়ে। শুনে একটু অবাক লাগছে তাই না? এদিন তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে ভারতের ওজাস দেওয়াতালে নামেন অভিষেক বর্মার বিরুদ্ধে।

আর সেই ইভেন্টেই অভিষেককে হারিয়ে দেন ওজাস। ফলে তিরন্দাজির পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়ে যান ওজাস। এদিন বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ শুরু হয়। দুই ভারতীয় লড়াই করেন যাতে সোনা জিততে পারে। কিন্তু খেলার নিয়মে একজনকে জিততেই হবে। তবে এদিন দুই তিরন্দাজি লড়াই চালিয়ে যান। প্রথম সেটে দুই ভারতীয় একই পয়েন্টে শেষ করে। দুই জনের ফলাফল ছিল ৩০-৩০। এর থেকেই স্পষ্ট হয়েছে কেউ একে অপরকে একটুও জমি ছাড়েননি।

তবে সময় যত গড়িয়েছে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। দ্বিতীয় সেট থেকেই ম্যাচ চলে যায় প্রভীনের হাতে। ৬০-৫৯ পয়েন্টে জিতে নেয় দ্বিতীয় সেট। এরপর আর তাঁকে আটকানো সম্ভব হয়নি। তৃতীয় সেটে ৯০-৮৭ পয়েন্টে জয় পান তিনি। চতুর্থ সেটে ১১৯-১১৭ পয়েন্টে জেতেন। তবে এই ফলাফল দেখে এটা স্পষ্ট হয়েছে, দুই তিরন্দাজি নিজেদের সেরাটা দেন। কেউ জমি ছাড়েননি। তবে প্রভীন দুর্দান্ত ইনিংস খেলে অভিষেককে হারিয়ে দেন। ম্যাচের ফলাফল প্রভীন ১৪৯ এবং অভিষেক ১৪৭।

ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের পাশাপাশি রেকর্ডও গড়ে ফেললেন দেওয়াতালে। এই নিয়ে এবারের এশিয়াডে তিনটি সোনা জিতলেন তিনি। এর আগে মিক্সড দলের হয়ে সোনা জিতেছেন তিনি। এর পাশাপাশি পুরুষদের দলগত ইভেন্টে সোনা জিতেছেন। এবার পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে অভিষেককে হারালেন দেওয়তালে। সেদিক থেকে দেখতে গেলে এবারের এশিয়ান গেমসে এটা তাঁর তৃতীয় পদক।

অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও সোনা জিততে পারলেন না অভিষেক। রুপো নিয়েই দেশে ফিরে আসতে হচ্ছে তাকে। তবে তিনি প্রথম সেটে যেভাবে লড়াই করেছিলেন তা দেখে মনে হয়েছিল সোনা জিতবেন। কিন্তু দ্বিতীয় সেট থেকে পিছিয়ে পড়তে থাকেন তিনি। ফলে আর সোনা জেতা হল না তাঁর। ব্যক্তিগত ইভেন্টে রুপো নিয়েই ফিরতে হচ্ছে তাকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভারতে iPhone 16 Pro তৈরি করছে Apple, খুলবে নতুন স্টোর! বিক্রি শুরু হবে এই মাসে অভিনয় ছেড়ে দিলেন নাকি বিক্রম? রূপম ইসলামের সঙ্গে ফাঁস করলেন পুরোটা প্রথমবার পুরো সিরিজ ওপেনার হয়ে খেলবেন সঞ্জু, এটাই কি শেষ সুযোগ জায়গা পাকা করার? NCC ক্যাডেট ছিলেন জয়া! কেবিসির মঞ্চে অজানা কথা ফাঁস অমিতাভের WhatsApp New Feature: ফেসবুকের মতো, হোয়াটসঅ্যাপেও যে কাউকে ট্যাগ করুন KFC-তে মারামারি করল গ্রাহক, পিছিয়ে রইলেন না কর্মীরাও! ভিডিয়ো দেখে হতচকিত নেটপাড়া পুজোর ভুরিভোজ জমিয়ে তুলবে কাতলা মাছের ভিন্দালু ! সহজে রাঁধবেন কীভাবে ? ভাজ্জির পর এবার মহম্মদ কাইফ, ধোনি সম্পর্কিত গুরুতর অভিযোগ দাগলেন IPL-এর বিরুদ্ধে 'লোকে ভাবে স্নান করি না, আসলে...' হঠাৎ এমন অদ্ভূত কথা কেন বললেন অনন্যা? প্রসবের সময়েও এভাবে দুই পা ফাঁক করানো সম্ভব নয়... বলছেন মেডিক্যাল অফিসারই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.