বাংলা নিউজ > ময়দান > এশিয়ান গেমস ২০২৩ > Asian Games: এশিয়ান গেমসের ৩,০০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জয় স্ত্রী'র, আনন্দে আত্মহারা ভারতীয় ক্রিকেটার

Asian Games: এশিয়ান গেমসের ৩,০০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জয় স্ত্রী'র, আনন্দে আত্মহারা ভারতীয় ক্রিকেটার

স্ত্রীর সঙ্গে সন্দীপ ওয়ারিয়র। ছবি- এপি

এশিয়ান গেমসে ৩০০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জেতে ভারতীয় রোলার স্কেটিং দল। সেই দলের সদ্য আরতি কস্তুরি রাজ। স্ত্রীর সাফল্যে খুশি ক্রিকেটার সন্দীপ ওয়ারিয়র।

স্ত্রীর সাফল্যে খুশি তামিলনাড়ু ক্রিকেটার সন্দীপ ওয়ারিয়র। রোলার স্কেটিংয়ের দলগত ৩০০০ মিটারে রিলেতে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতে ভারত। আর সেই পদক উপহার করলেন তাঁর স্ত্রী আরতি কস্তুরী রাজ। এদিন সন্দীপ জানান, 'আমি অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত খুশি। অবশেষে ও পেরেছে। আমি শেষ ৬-৭ মাস ওকে খাটতে দেখেছি। কিন্তু আমি ওকে কোনদিনও হাল ছাড়তে দেখিনি। বরং ও লড়াই চালিয়ে গিয়েছে।' এছাড়াও তামিলনাড়ুর এই ক্রিকেটার জানান, 'আমি নিজের চোখে দেখেছি গত দু'বছর ধরে ও কতটা খেটেছে। ও কঠোর পরিশ্রম করেছে এবং ওর লক্ষ্য সবসময়ই ওই পদকের উপর ছিলো। গত ২-৩ বছরে ওকে আমি একবারের জন্যেও অনুশীলন বন্ধ করতে দেখিনি।'

এখানেই শেষ নয়, সন্দীপ ওয়ারিয়ার আরও জানান, 'কঠোর পরিশ্রম হওয়া সত্বেও আমি কোনদিনও দেখিনি ওকে কোনও বিষয়ে নালিশ করতে। প্রতিযোগিতা পিছিয়ে গেলে অনেকেই নিজের এনার্জি ও ফোকাস হারিয়ে ফেলে। কিন্তু ওর ক্ষেত্রে সেটা হয়নি। ও এতটাই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেছিল। ওর লক্ষ্য স্থির ছিলো।' এছাড়াও সন্দীপ তাঁর স্ত্রীর প্র্যাকটিসের সম্বন্ধে জানান এবং প্রশংসা করেন তার সাহসের এবং এত ব্যস্ততার মধ্যেও সময় বার করে পরিশ্রম করার জন্য।

প্রসঙ্গত, আরতি কস্তুরী রাজ গত শনিবার ওমেন্স স্পিড স্কেটিং ১০০০০ মিটার পয়েন্ট এলিমিনেশন রেসে পঞ্চম হন। যা গতবারের, অর্থাৎ এশিয়ান গেমস ২০১৮-এর, চেয়ে অনেকটাই ভালো। জানা গিয়েছে, একজন রোলার স্কেটার খেলোয়াড় ছাড়াও আরতি পেশায় চিকিৎসকও। বর্তমানে সন্দীপ ওয়ারিয়ারের স্ত্রী ক্লিনিক্যাল এমব্রায়লজিতে স্নাতকোত্তর করছেন।

উল্লেখ্য, এশিয়ান গেমস ২০২৩-এ এখনো পর্যন্ত ভারতের ঝুলিতে পদকের সংখ্যা ৬৯। এই ৬৯টি পদকের মধ্যে সোনা রয়েছে ১৫টি, রুপো রয়েছে ২৬টি এবং ব্রোঞ্জ রয়েছে ২৮টি। এবং তালিকায় ভারতের স্থান চার নম্বরে। প্রথম তিনে রয়েছে চিন, জাপান এবং কোরিয়া। এখনও পর্যন্ত প্রতিটি বিভাগেই ভালো ফল করছে ভারত। গতবারের এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে পদকের সংখ্যা ছিলো এর চেয়ে সামান্য বেশি। তাই এই বছর ভারতের লক্ষ্য হবে ১০০। শুটিং, ক্রিকেট, ব্যাডমিন্টন, কম-বেশি সবেতেই ফল ভালো করেছে ভারত। এবার দেখার বিষয় শেষ অবধি নিজেদের সেট করা টার্গেটে, অর্থাৎ থ্রি ফিগার মার্ক ১০০তে, পৌঁছতে পারে কিনা ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন