শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে পিঙ্ক বলের টেস্টে জসপ্রীত বুমরাহ দুরন্ত পারফরম্যান্স করেছেন। সেই সঙ্গে তিনি একাধিক নজির পকেটে পুড়ে ফেলেছেন। এই যেমন ২৯টি টেস্টে মাঠে নেমে ইতিমধ্যেই তিনি মোট ৮ বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। যদিও ঘরের মাঠে এটি তাঁর প্রথম পাঁচ উইকেট। ভারতীয় পেসারদের মধ্যে একমাত্র কপিল দেব টেস্ট কেরিয়ারের ঠিক এই পর্যায়ে অর্থাৎ ২৯টি টেস্টে ৮ বার ইনিংসে ৫ উইকেট দখল করেছিলেন। এর পাশাপাশিও এক অনন্য নজির গড়েছেন বুমরাহ।
বেঙ্গালুরুতে বুমরাহ প্রথম ইনিংসে ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। যা শ্রীলঙ্কাকে ১০৯ রানে গুড়িয়ে দিতে সাহায্য করেছিল। দ্বিতীয় ইনিংসে তিনি অবশ্য ৩ উইকেট নিয়েছিলেন। প্রথম ইনিংসের ৫ উইকেটের হাত ধরে বুমরাহ প্রথম ভারতীয় হিসেবে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, ওশেনিয়া - পাঁচটি মহাদেশেই টেস্ট খেলে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড করে ফেলেছেন। তাও আবার ম্যাচ জেতানো ৫ উইকেট নিয়েছে তিনি।
এর আগে ২০১৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫/৫৪, ২০১৮-তেই নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫/৮৫, ২০১৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫/৩৩, ২০১৯ সালে আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনের নর্থ সাউন্ডে ৫/৭ এবং ৬/২৭ উইকেট নিয়েছিলেন। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে নজিরই গড়ে ফেললেন তিনি।
সামগ্রিক ভাবে তিনি গ্রাহাম ম্যাকেঞ্জি, জেসন গিলেসপি এবং ডেল স্টেইনের পরে বিশ্ব ক্রিকেটে চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি অর্জন করলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।