বাংলা নিউজ > ময়দান > AUS vs IND: মাথাচাড়া দিয়েছে Covid-19, মেলবোর্নে অনিশ্চিত বক্সিং ডে টেস্ট

AUS vs IND: মাথাচাড়া দিয়েছে Covid-19, মেলবোর্নে অনিশ্চিত বক্সিং ডে টেস্ট

বিরাট কোহলি ও টিম পেইন। ছবি- এপি।

MCG-র পরিবর্তে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা।

বেশ কয়েকজন প্রাক্তন অজি তারকা দাবি তুলেছেন ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট মেলবোর্ন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার। তাঁদের নজর মূলত দর্শক সমাগমের দিকে থাকলেও স্বস্থ্য সুরক্ষার প্রশ্নেই এবার অনিশ্চিত হয়ে পড়ল এমসিজিতে বক্সিং ডে টেস্ট।

অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্যগুলির তুলনায় ভিক্টোরিয়ায় করোনা মহামারির প্রকোপ বেশি। অন্যত্র করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও ভিক্টোরিয়ায় নতুন করে সংক্রমণ মাথাচাড়া দিয়েছে। চলতি সপ্তাহেই সেখানে প্রায় একশো মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এমন অবস্থায় করোনা মহামারি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে সরকার। অস্ট্রেলিয়ার বাকি রাজ্যগুলির সঙ্গে নিজেদের সীমানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভিক্টোরিয়া। স্বাভাবিকভাবেই নতুন করে লকডাউন জারি হওয়ায় রাজধানী শহর মেলবোর্নে এমন হাইভোল্টেজ ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড অর্থিকভাবে ঘুরে দাঁড়াতে ভীষণভাবে নির্ভর করছে ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজের উপর। ৩ ডিসেম্বর থেকে সিরিজ শুরু হওয়ার কথা। ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে খেলা হওয়ার কথা চারটি টেস্ট। 

মেলবোর্নে নিতান্তই বক্সিং ডে টেস্ট আয়োজিত না হলে তা অ্যাডিলেড অথবা পারথে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। প্রাথমিক সূচি অনুযায়ী পারথে ভারতের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলার কথা নয় অস্ট্রেলিয়ার। তবে সেখানে সংক্রমণের হার অনেক কম হওয়ায় নিরাপত্তাজনীত কারণে বক্সিং ডে টেস্ট অয়োজন করা হতে পারে। অন্যদিক ১১ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে খেলা হওয়ার কথা ডে-নাইট টেস্ট।

বন্ধ করুন