এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে স্লো ওভার রেট বজায় রাখার জন্য শাস্তি পেল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দুই দলই। তারা দোষী সাব্যস্ত হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের দুই পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি দুই দলের প্লেয়ারদের ম্যাচ ফি-র ৪০ শতাংশ করে জরিমানাও করা হয়েছে। দুই দলই লক্ষ্যমাত্রা থেকে দুই ওভার করে কম বল করেছে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন। যে কারণে আনুষ্ঠানিক ভাবে শুনানির প্রয়োজন নেই।
তবে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই পয়েন্ট খোয়ানোর পর নতুন চক্রের প্রথম টেস্টের পর কামিন্সের দলের সংগ্রহ এখন মোট ১০ পয়েন্ট। ইংল্যান্ডেরও দুই পয়েন্ট কাটা গিয়েছে। যার অর্থ ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ব্রিটিশদের পয়েন্ট এখন -২।
আরও পড়ুন: চার বছর আগে হেডিংলে টেস্টে হারের ক্ষততে মলম পড়ল? এজবাস্টনে জিতে মজার উত্তর কামিন্সের
কামিন্সের অস্ট্রেলিয়া এই মাসের শুরুতে ওভালে ভারতকে হারিয়ে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এবং বর্তমান অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট জিতে তারা আত্মনবিশ্বাসী। এ দিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর অস্ট্রেলিয়া এবং ভারত উভয় দলকেই স্লো ওভার রেটের জন্য শাস্তি পেতে হয়েছিল।
অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের ব্যাজবল তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে অস্ট্রেলিয়া অ্যাশেজের প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৮১ রান। বৃষ্টিবিঘ্নিত টেস্টে ৮ উইকেট হারিয়ে সেই রান তুলে ফেলে প্যাট কামিন্সের দল।
আরও পড়ুন: ২৫০-এর বেশি রান তাড়া করে জয় অজিদের, স্পর্শ করল ৭৫ বছর আগের ব্র্যাডম্যানদের নজির
সেই সঙ্গে অজিরা স্পর্শ করে ফেলে ৭৫ বছর আগের নজির। ৭৫ বছরে এই প্রথম অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে ২৫০-র বেশি রান তাড়া করে জয় ছিনিয়ে নিল। ১৯৪৮ সালে শেষ বার এমন ঘটনা ঘটেছিল, যখন ডন ব্র্যাডম্যানের দল লিডসে ৪০৪ রান তাড়া করে জিতেছিল। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ৮ উইকেটে ৩৯৩ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল। জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ৩৮৬ রানে অলআউট হয়ে যায়। ৭ রানের লিড পায় ব্রিটিশরা। দ্বিতীয় ইনিংসে আবার বেন স্টোকসরা ২৭৩ রানে অলআউট হয়ে যায়। অজিদের জয়ের জন্য ২৮১ রানের প্রয়োজন ছিল। ৮ উইকেট হারিয়ে ২৮২ করে ম্যাচ পকেটে পুড়ে ফেলে অস্ট্রেলিয়া। ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় প্যাট কামিন্স ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।